কক্সবাজারে টমটমে ওড়না পেচিয়ে নারীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি •

কক্সবাজারে টমটমের ওড়না পেটিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম বিউটি (২২) তার নিজ বাড়ি লক্ষিপুর জেলা সদরে বলে জানা গেছে।

নিহত বিউটির আত্বীয় আফসানা বলেন, বিউটি ৬/৭ মাস ধরে শহরের কলাতলী এলাকায় এক স্পা সেন্টারে কাজ করতো। ২০ ডিসেম্বর ব্যক্তিগত কাজে শহরে আসার পথে টমটমে ওড়না পেচিয়ে সে আহত হয় এবং অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে শহরের একটি প্রাইভেট হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে পরে তাকে জেলা সদর হাসপাতালের আইসিউতে স্থানান্তর করা হলে ২৩ ডিসেম্বর রাতে তাঁর মৃত্যু হয়। গতকাল ২৪ ডিসেম্বর তার লাশ নিজ বাড়ি লক্ষিপুরে নেওয়া হয়।

আরও খবর