অনলাইন ডেস্ক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড.মোজাম্মেল হক খান। ছবি: সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড.মোজাম্মেল হক খান বলেছেন, দেশের অর্থ পাচার করে যারা বিদেশে পালিয়ে রয়েছে, সেসব অর্থ পাচারকারী দুর্নীতিবাজদের আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে।
আজ শুক্রবার সকালে মাদারীপুরের পাঁচখোলা ওয়াজেদা কুদ্দুস ফাউন্ডেশন হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘দুর্নীতিবাজদের দমন করতে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। আমরা নীতিগতভাবে কার্যক্রম হাতে নিয়েছি। কিন্তু জিরোতে পৌঁছান হলো আমাদের টার্গেট। এখনো আমরা সেখানে পৌঁছাতে পারিনি। এখনো দুর্নীতি আছে। কোনো কোনো ক্ষেত্রে ব্যাপক আকারে আছে। আমরা চাই দুর্নীতি দমন হোক। দুর্নীতি নির্মূল হোক।’
দুদক কমিশনার বলেন, ‘শূন্য সহিষ্ণুতার যে নীতি আমরা গ্রহণ করেছি, এ ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন একা এ কাজটি করতে পারবে না। সেজন্য সমাজের সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।’
দিনব্যাপী বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন, ওয়াজেদা কুদ্দুস ফাউন্ডেশন হাসপাতাল ও শশী হাসপাতালের চিকিৎসকসহ অন্যান্যরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-