চকরিয়ার সাংবাদিক জাকের উল্লাহ চকোরী আর নেই

অনলাইন ডেস্ক:
কক্সবাজারের চকরিয়ার সিনিয়র সাংবদিক জাকের উল্লাহ চকোরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

জাকের উল্লাহ চকোরী দৈনিক ইনকিলাব এর জেলা সংবাদদাতা ছিলেন। তিনি প্রায় ৪০ বছর ধরে সাংবাদিকতায় জড়িত ছিলেন। চট্টগ্রামের নয়াবাংলা দিয়ে তার সাংবাদিকতার হাতেখড়ি। তিনি বাংলার বাণীসহ অনেক জাতীয় পত্রিকায় কাজ করেছেন। তার মৃত্যুতে চকরিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইবনে আমিন ও সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ শোক জানিয়েছেন।

আরও খবর