ডেস্ক রিপোর্ট •
কক্সবাজারের চকরিয়ায় হাতির আক্রমনের শিকার হয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম হাফেজ মো. সাইফুল ইসলাম (৪০)। তিনি কৈয়ারবিল ইউনিয়নের আবাসন এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।
রবিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের আবাসন এলাকায় হাতির আক্রমনের শিকার হন তিনি।
জানা যায়, সোমবার ভোরে স্থানীয়রা মহাসড়কের পাশে পাহাড় সংলগ্ন খালি জমিতে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে বনবিভাগের লোকজনকে খবর দেওয়া দেয়। বনবিভাগের লোকজন ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
নলবিলা বনবিটের স্টেশন কর্মকর্তা অবনি কুমার রায় হাতির আক্রমনে সাইফুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, স্থানীয়রা তার মৃতদেহ দেখে বিষয়টি বনবিভাগকে অবগত করে। তারা আবার থানা পুলিশকে জানায়। মরদেহ উদ্ধার করে পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-