উখিয়ার রোহিঙ্গা মাদক কারবারি ৪০ হাজার ইয়াবাসহ টেকনাফে গ্রেপ্তার

কক্সবাজার জার্নাল ডটকম •


টেকনাফের মহেশখালীয়া পাড়া থেকে ৪০ হাজার পিস ইয়াবা ও ১৪ বোতল বিয়ারসহ নুর আলম (৩৮) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব-১৫।

আটক নুর আলম (৩৮) উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল করিমের ছেলে।

রবিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪টায় দিকে মেরিন ড্রাইভ রোড থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকাল ৪টায় মহেশখালীয়া পাড়া এলাকার মেরিন ড্রাইভ রোডে অভিযান চালানো হয়। অভিযানে একটি বস্তাসহ নুর আলম (৩৮) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। পরে ওই বস্তা থেকে ৪০ হাজার পিস ইয়াবা ১৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়।

তবে এসময় মহেশখালীয় পাড়ার ইব্রাহীমের ছেলে আব্দুল আমিন (৩৪) নামে এক আসামি কৌশলে পালিয়ে যায়। আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে

আরও খবর