অনলাইন ডেস্ক:
বিএনপি আজ সোমবার ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা করবে। ক্ষমতায় গেলে বিএনপি এবং দলটির সঙ্গে যুগপত্ আন্দোলনে যাঁরা শরিক হবেন তাঁদের নিয়ে রাষ্ট্রের কী ধরনের মৌলিক সংস্কার আনা হবে এই রূপরেখায় তা থাকবে।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন কালের কণ্ঠকে বলেন, সোমবার বিকেল ৩টায় রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলন করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ রূপরেখা ঘোষণা করবেন।
বিএনপির নীতিনির্ধারকরা জানান, ২০১৭ সালের ১০ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষিত ভিশন-২০৩০-এর আলোকে এই রূপরেখা তৈরি করা হয়েছে।
রূপরেখার উল্লেখযোগ্য হলো, সংবিধান সংস্কার কমিশন গঠন করে অত্যাবশ্যকীয় সাংবিধানিক সংস্কার ও গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন, জাতীয় সমঝোতা কমিশন গঠন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, রাষ্ট্রপতি ও সরকারের প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতায় ভারসাম্য রক্ষা করা, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্যের সমন্বয়, নির্বাচন কমিশন নিয়োগ আইন সংশোধন, জুডিশিয়াল কমিশন গঠন, মিডিয়া কমিশন গঠন, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন ইত্যাদি।
‘সরকারের কর্মকাণ্ডেই দেশের বদনাম হচ্ছে’
বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় বলেছেন, সরকারের নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণেই বিদেশে দেশের বদনাম হচ্ছে। এ জন্য ভাড়াটে নিয়োগ করে বিদেশে বিএনপির বদনাম করতে হচ্ছে না। ‘মহান বিজয় দিবস ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এ আলোচনাসভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।
মোশাররফ হোসেন বলেন, ‘গুম হওয়া একটি পরিবারের খবর নেওয়ার জন্য ঢাকায় একটি বাসায় গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। সেখানে আওয়ামী লীগের লোকজন রাষ্ট্রদূতকে অপমান করেছেন। এ ধরনের বদনাম আওয়ামী লীগ কিভাবে লুকিয়ে রাখবে?
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্যসচিব সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর পরিচালনায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য তাজমেরি এস এ ইসলাম, দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার। এদিকে গতকাল বিকেলে গণতন্ত্র মঞ্চের নেতারা বিএনপি মহাসচিবের উত্তরার বাসায় গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।
সূত্র: কালের কন্ঠ
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-