তিন কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম •


চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত ব্রিজ এলাকা থেকে ১ লাখ ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলো- আনোয়ারা উপজেলার দোভাষীবাজারের কুদ্দগহিরার মৃত কবির আহমদের ছেলে মো. ইলিয়াস (৪৫), একই এলাকার জানে আলমের ছেলে ইমরান হোসেন রাসেল (২৪), কর্ণফুলী থানার দৌলতপুর গ্রামের মীর মাহমুদুল হকের ছেলে মীর এরফানুল হক মারুফ (২৩) ও ফটিকছড়ি থানার ফরিংকাইন গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে অটোরিক্সাচালক গিয়াস উদ্দিন (২৮)।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, বাঁশখালী থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে- এমন তথ্যের ভিত্তিতে আজ সকালে শাহ আমানত সেতু এলাকায় গাড়ি তল্লাশি করা হয়। এ সময় একটি অটোরিক্সা তল্লাশি করে ১ লাখ ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিক্সাটিও জব্দ করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়- কক্সবাজার জেলার মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নিয়ে আসছিল তারা। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর