ড্রেসিং টেবিলের ভেতর ইয়াবা: উখিয়ার স্বেচ্ছাসেবক লীগ নেতা ঢাকায় আটক

কক্সবাজার জার্নাল রিপোর্ট •

সীমান্তবর্তী জেলা থেকে অভিনব কায়দায় ইয়াবা আসত গাজীপুরসহ বিভিন্ন জেলায়। এরই ধারাবাহিকতায় ৬ হাজার পিস ইয়াবা পাচারকালে এক জনকে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টাসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান।

এর আগে শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহানগরীর বাসন থানাধীন নলজানী এলাকার মহাসড়কে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম সাঈদ মোহাম্মদ নোবেল। সে কক্সবাজার জেলার উখিয়ার পাগলিরবিল এলাকার সাবের আহাম্মদ এর পুত্র।

একটি অসাধু চক্র কাঠের তৈরী ড্রেসিং টেবিলের ভিতরে অভিনব কায়দায় দীর্ঘদিন যাবৎ গাজীপুর মহানগর এলাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার কার্যক্রম শুরু করেন পুলিশ।

ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। এই বিষয়ে বাসন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এ মামলা রজু করা হয়েছে।

এদিকে খবর নিয়ে জানা যায়, সাঈদ মোহাম্মদ নোবেল বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উখিয়ার উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে দায়িত্বে আছেন।

আরও খবর