প্রেস বিজ্ঞপ্তি :
মহান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটির নেতৃবৃন্দরা।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর শুক্রবার সকাল ৭ টার দিকে টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু ও সাধারণ সম্পাদক জিয়াবুল হকের নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ করে মহান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এই সময় উপস্থিত ছিলেন, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি আশেক উল্লাহ ফারুকী, সাংবাদিক নুর হাকিম আনোয়ার, টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটির সহ-সভাপতি পিকলু দত্ত, টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রহমত উল্লাহ পাটোয়ারী, দপ্তর সম্পাদক ওবায়দুর রহমান, নির্বাহী সদস্য নাহিদুল হাসান নাহিদ প্রমুখ। পুষ্প অর্পণের পর বিজয় দিবসের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-