মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা দৈনিক আমাদের কক্সবাজার এর বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাওহীদুল আনোয়ার সমিতির পক্ষে বাদী হয়ে কক্সবাজার সদর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবুল মনসুর সিদ্দিকীর আদালতে মামলাটি দায়ের করেন।
বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআই কক্সবাজার অফিসকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-