উখিয়ার পারভেজ চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম •


চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকা থেকে ১ হাজার ৮০০ ইয়াবাসহ মো. পারভেজ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার পারভেজ কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহজাহানের বাড়ির আবদুল গফুরের ছেলে।

সোমবার (১২ ডিসেম্বর) রাত সোয়া ১০টায় তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, রাতে চেকপোস্টে তল্লাশি করার সময় ১৮’শ ইয়াবাসহ পারভেজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, ইয়াবাগুলো কক্সবাজারের উখিয়া থেকে পাইকারি দামে কিনে এনে ঢাকায় খুচরা দামে বিক্রির উদ্দেশে চট্টগ্রাম রেলস্টেশনের দিকে যাচ্ছিল।

আরও খবর