কক্সবাজার জার্নাল ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কে তুলে নিয়ে গেছে এমন একটি স্ট্যাটাস দিয়েছেন দলটির কেন্দ্রীয় দফতরের ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
আজ ভোর রাত(৪টার পর) তার অফিসিয়াল ফেইসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়ে বলেন,”বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তাদের বাসা থেকে তুলে নিয়ে গেছে।”
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন,প্রাথমিকভাবে জানা গেছে ডিবি পরিচয়ে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনোকিছু পাওয়া যায়নি।
এদিকে,১০তারিখের সমাবেশ কে ঘিরে ঢাকাতেই চলছিলো নানা উত্তেজনা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-