তত্ত্বাবধায়ক সরকার মরি গিয়েগই: ওবায়দুল কাদের

ইমরান আল মাহমুদ:
তত্ত্বাবধায়ক সরকার মরি গিয়েগই,ইবারে আর জিয়াতা গরি লাভ কি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে কক্সবাজারের জনসভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার(৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ওবায়দুল কাদের বলেন,”বিএনপিকে বিশ্বাস করবেন না কক্সবাজারের মানুষ। দণ্ডিত তারেক রহমানকে বিশ্বাস করবেন না। বড়লোকদের বাড়ির সামনে লেখা থাকে কুকুর থেকে সাবধান। আমরা বলি আর জনগণ বলে বিএনপি থেকে সাবধান।”

জেলা আওয়ামী লীগ সভাপতি(ভারপ্রাপ্ত) এ্যাড. ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বিশেষ অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের আরও বলেন,”ফখরুলের মন খারাপ,অন্তরে জ্বালা। কারণ, শেখ হাসিনা পদ্মাসেতু করেই ফেলেছে। চট্টগ্রামে সিঙ্গাপুরের মতো উন্নয়নের জোয়ার চলতেছে। চট্টগ্রামেও মেট্রোরেল আসছে । কক্সবাজারে ২৯টি প্রকল্পের উদ্বোধন হয়েছে। বাংলাদেশের কোথাও বিদ্যুৎ সংকট নেই। রাত ১টায় কাতার বিশ্বকাপে খেলা দেখছেন। কিন্তু বিএনপির আমলে বিশ্বকাপ নিয়ে কত ভাংচুর। এখন কিছুটা বিদ্যুৎ সংকট চলছে,কিন্তু ভবিষ্যতে থাকবেনা।”

মন্ত্রী বলেন,”অপেক্ষা করুন,খেলা তো হবেই। ফুটবলের মাঠে খেলা হচ্ছে। রাজনীতির মাঠেও খেলা হবে। নির্বাচনে খেলা হবে। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে।”
জনসভায় কেন্দ্রীয়,বিভাগীয় ও জেলা সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও খবর