সাংবাদিক রাসেল চৌধুরীর ফেসবুক টাইমলাইন থেকে…
৭ডিসেম্বর “নতুন এক কক্সবাজারে” দাঁড়িয়ে বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কক্সবাজার তৈরীর কারিগরও তিনি।
স্বাধীনতার বহু বছর পর সরকার প্রধান হয়েই কক্সবাজারকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন তিনি। স্বাধীনতার পরে দীর্ঘ সাড়ে তিন দশকেও যতটা উন্নয়নকর্ম কক্সবাজারের মানুষ দেখনি তার অনেক গুণ বেশি হয়েছে তার শাসনামলে।
বর্তমানে কক্সবাজারে সাড়ে ৩ লক্ষ কোটি টাকার উন্নয়নকাজ চলমান থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আরও কিছু প্রাণের দাবী রয়েছে জেলাবাসীর। কেননা যিনি দেন, তার কাছে প্রত্যাশাও থাকে সবসময় বেশী।
শেখ হাসিনা যখনি কক্সবাজার আসেন, সাথে কিছু না কিছু নিয়েই আসেন। আশা করি এবারও তার ব্যত্যয় ঘটবে না।
মাননীয় নেত্রী…
আমাদের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় খুবই জরুরী। এটি জেলাবাসীর দীর্ঘদিনের দাবী। এছাড়া একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক কনভেনশন সেন্টারসহ আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র করতে বিশেষ নীতি ঘোষণা, পর্যটনবান্ধব শহররক্ষা বাঁধ, কক্সবাজার-মহেশখালীর সঙ্গে সেতু সংযোগ, লবণ বোর্ড গঠন, মেডিকেল কলেজ হাসপাতাল চালু ও রোহিঙ্গা সংকট নিরসনে আপনার ঘোষণা চায় আমরা।
এই দাবীগুলো কক্সবাজারবাসীর প্রাণের দাবী। আমরা এই দাবীগুলোর ঘোষণা ও বাস্তবায়ন চাই।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-