কক্সবাজার জার্নাল ডেস্ক:
রাঙ্গামাটি শহর থেকে দুজন ভুয়া এনজিওকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার (৫ নভেম্বর) বিকেলে শহরের কল্যাণপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগীরা অভিযোগ করলে রাঙ্গামাটির জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটসহ কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালায়। এ সময় ওই দুজন যথাযথ কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন কথিত অ্যাকাউন্টিং অফিসার কুমিল্লার বাসিন্দা আয়েত আলীর ছেলে নাসির উদ্দিন (৪৩) এবং কথিত অডিট অফিসার সাতক্ষীরার নফুর সরদারের ছেলে মোজাম্মেল হক (২৭)।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জাগোনিউজ২৪
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-