শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে একযোগে কাজ করতে হবে: সিরাজুল মোস্তফা

কক্সবাজার জার্নাল ডেস্ক:
৭ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভানেত্রী আধুনিক, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনার কক্সবাজার আগমন এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ প্রদান করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা সফল, স্বার্থক ও সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং ১১টি উপ-কমিটির নেতৃবৃন্দের সাথে সমন্বয় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা বলেন-কক্সবাজারে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের সুফল জেলাবাসী উপভোগ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকান্ড সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত। রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন টেকসই হওয়ায় মানুষের মনে শেখ হাসিনা বিশ^াস জম্মাতে সক্ষম হয়েছেন। কক্সবাজারে বিভিন্ন মেঘা প্রকল্প যথাযথ ভাবে বাস্তবায়ন হলে কক্সবাজারবাসীকে আর পেছনে থাকাতে হবে না। কক্সবাজারের সকল নারী পুরুষ অর্থনৈতিক ভাবে অনেক বেশী লাভবান হবে। এ অঞ্চলের ছেলে-মেয়েরা এ সমস্ত মেঘা প্রকল্পের কাজ করার সুযোগ পাবে। তিনি বলেন বিশে^ যেমন শেখ হাসিনার নেতৃত্ব প্রশংনীয় হচ্ছে, তেমনি দেশ-বাসীও বিশ্বের দরবারে সম্মানিত হচ্ছে। জেলাবাসী শেখ হাসিনার আগমনকে উৎসবে রূপান্তর করতে প্রস্তুত। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে মুখরিত হবে শেখ হাসিনার জনসভা। তাই আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে রূপান্তর করতে হবে।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সমন্বয় সভায় বক্তব্য রাখেন-সাবেক সাংসদ মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সালাহ উদ্দিন আহমদ সিআইপি, কক্সবাজার সদর রামু থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, শাহ আলম চৌধুরী রাজা, এডভোকেট রনজিত দাশ, ডাঃ মাহবুবুর রহমান, আবদুল খালেক, নজিবুল ইসলাম প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক।
সিবিএন২৪

আরও খবর