নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের পরদিন পুকুরে ভাসমান দুই রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
তারা হলো- বালুখালী ক্যাম্পের মো. ইলিয়াছের ছেলে মো. রাইয়ান (৮) ও মো. ইসমাইলের ছেলে আবছার মিয়া (৯)।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার বালুখালী ক্যাম্প সংলগ্ন পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ঘর থেকে বেরিয়ে দুই শিশু নিখোঁজ হয়। পরে শনিবার দুপুরে ক্যাম্পের কয়েকজন বাসিন্দা বাজারে যাওয়ার সময় পাশের একটি পুকুরে তাদের লাশ ভাসতে দেখেন।
এ সময় তারা পুলিশকে খবর দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘নিখোঁজ হওয়ার পরদিন পুকুরে দুই শিশুর লাশ ভেসে ওঠে।
পরে তাদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-