গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফে এক ব্যাক্তির দুই হাতের কব্জি কর্তনকারী অস্ত্রধারী শামশু হক প্রকাশ বদা ফুলা(৩৩) গ্রেফতার করেছে পুলিশ।
এসময় ধৃত আসামীর স্বীকারোক্তী অনুযায়ী তার বিছানার নিচ থেকে গুলি,ম্যাগজিনসহ ১টি বিদেশী পিস্তল উদ্ধার করতে সক্ষম হয় তারা।
সে টেকনাফ সদর ইউপি নাজিরপাড়া এলাকার নুর মোহাম্মদ’র পুত্র।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী ২ ডিসেম্বর (শনিবার) গভীর রাতের দিকে পুলিশের একটি চৌকষ দল সদর ইউপি নাজিরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বহু অপকর্মের হোতা অস্ত্রধারী সন্ত্রাসী শামসুল হককে ধৃত করতে সক্ষম হয়।
ওসি আরও বলেন আটক আসামীর স্বীকারোক্তী মোতাবেক তার শয়ন কক্ষের ভিতরে তোষকের নিচ হইতে একটি বিদেশী পিস্তল ও গুলিভর্তী ১টি মাগাজিন উদ্ধার করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
গত কয়েকদিন আগেও পুর্ব শত্রুতার জের ধৃত আসামী ঐ এলাকার মেম্বার এনামের নেতৃত্বে জনৈক সিদ্দিকের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় অভিযুক্ত এবং দায়েরকৃত মামলার এজাহার নামীয় ৫নং আসামী।
এদিকে তার বিরুদ্ধে অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় টেকনাফ মডেল থানায় সংশ্লিষ্ট আইনে আরও একটি মামলা রুজু করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য ধৃত আসামীকে কক্সবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-