মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
৬ হাজার ইয়াবা পাচারের মামলায় এক পাচারকারীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। একইসাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদয়ে আরো ৩ বছর বিনাশ্রম কারাদন্ড রায় ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার ১ ডিসেম্বর কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। একই আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য জানিয়েছেন।
দন্ডিত আসামী হলো : টেকনাফের সাবরাং ইউনিয়নের করাচি পাড়ার আবদুল গাফফার ও হাফেজা বেগমের পুত্র মোঃ ওসমান গণি (২০)। রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী মামলাটি পরিচালনা করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-