কক্সবাজার বঙ্গবন্ধু সাফারী পার্কে আরো এক হাতির মৃত্যূ

মুকুল কান্তি দাশ,চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে আরো একটি হাতি ‘রঙ্গমালা’ মারা গেছে।

রহস্যময় কারণে ৩২ বছর বয়সী ‘সৈকত বাহাদুরের’ মৃত্যুর পর ৪৮ ঘন্টার মধ্যে বার্ধক্যজনিত রোগে মারা গেছে ৮৫ বছর বয়সী ‘রঙ্গমালা’।

বৃদ্ধা হাতি রঙ্গমালা মারা গেছে বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে।

এর আগে সোমবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে মারা যায় সৈকত বাহাদুর।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের তত্ত্বাবধায়ক মাজহারুল ইসলাম বলেন, সাধারণত হাতির আয়ুষ্কাল হয় ৭০ থেকে ৮০ বছর। স্ত্রী লিঙ্গের রঙ্গমালা নামের হাতিটির বয়স হয়েছিল ৮৫ বছর।

এই হাতিটি এক বছর ধরে চিকিৎসাধীন ছিল। বার্ধক্যজনিত রোগে মারা গেছে হাতিটি।

এ রিপোর্ট লেখার সময় রাত সাড়ে ৯ টায় মারা যাওয়া হাতি রঙ্গমালার ময়নাতদন্ত চলছিল।

তিনি আরো বলেন, এর আগে সোমবার বিকালে সৈকত বাহাদুর নামের ৩২ বছর বয়সী হাতি মারা যায়।

ওই হাতিটি কি কারণে মারা গেছে তা জানা যাবে বিশেষজ্ঞ চিকিৎসক টীমের পরীক্ষা রিপোর্ট পাওয়ার পর। দুটি হাতির মৃত্যু নিয়ে পৃথক জিডি করা হয়েছে চকরিয়া থানায়।

আরও খবর