ইমরান আল মাহমুদ:
কক্সবাজারের লিংকরোডে অত্যাধুনিক যন্ত্রাপাতি নিয়ে
‘ফিটনেস ক্রাউন’ জিম সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে। সাধারণ মানুষের শারীরিক সুস্থতার কথা চিন্তা করে ও মাদকমুক্ত সমাজ গড়তে লিংকরোড আরিফ মার্কেট ৩য় তলায় জিম চালুর উদ্যােগ গ্রহণ করা হয়।
বুধবার(৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ফিতা কেটে উদ্বোধন করেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। পরে কেক কাটা হয়। উদ্বোধন পরবর্তী তিনি বলেন,”মানুষের শরীর সুস্থ রাখতে ব্যায়ামের বিকল্প নেই। লিংকরোডের মতো একটি ব্যস্ততম স্টেশনে ফিটনেস ক্রাউনের উদ্বোধনের মধ্য দিয়ে শারীরিক ব্যায়ামের পাশাপাশি সাধারণ মানুষের শারীরিক সুস্থতার অনেক উন্নতি সাধিত হবে। ফিটনেস ক্রাউনের উদ্যোক্তা মাহমুদ ও টুটুলকে ধন্যবাদ জানাচ্ছি। ফিটনেস ক্রাউনের ব্যবসায়িক সফলতা কামনা করছি।”
উদ্যোক্তা মাহমুদ ও টুটুল বলেন,”শরীর সুস্থ রাখতে ব্যায়ামের বিকল্প নেই। লিংকরোডে ফিটনেস ক্রাউনের যাত্রার মধ্য দিয়ে শরীরচর্চার ক্ষেত্রে পরিবর্তন ঘটবে। সবার সহযোগিতা কামনা করছি।”
এসময় জিম সেন্টারের উদ্যোক্তাদের প্রধান কক্সবাজারের গর্ব মোস্তাক আহমদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-