আত্নহত্যার আগে যা বলে গেলেন উখিয়ার স্কুলছাত্র তাশিক!

নিজস্ব প্রতিবেদক:
উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের রুহুল্লার ডেবা নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে স্কুলছাত্র মো. তাশিকুল ইসলাম তাশিক। সে পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

রবিবার(২৭ নভেম্বর) দুপুর ৩টার দিকে আত্নহত্যা করে বলে জানা যায়। আত্নহত্যার পূর্বে তাশিক তার ফেইসবুক স্টোরিতে যা লিখেছেন তা নিম্নে দেওয়া হলো:

তবে বর্তমানে স্টোরির লেখাটি ফেইসবুক আইডি থেকে মুছে ফেলা হয়েছে।

আরও খবর