বার্তা পরিবেশক:
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
শনিবার(২৬ নভেম্বর) বিকেলে আঞ্জুমানপাড়া বটতলী কবরস্থানের পাশে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী।
তিনি বলেন,”সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই অবৈধ সরকারকে দেশের জনগণ এক মুহুর্তের জন্যও চায়না। উপজেলার সীমান্ত এলাকা পালংখালীর এই এলাকা থেকে শত শত নেতাকর্মী সবসময় মিছিল মিটিংয়ে সক্রিয় ভূমিকা রেখে আসছে। সবাইকে আগামীর আন্দোলনে আরও সোচ্চার হতে হবে।”
আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এম মোকতার আহমদ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, এ্যাডভোকেট রেজাউল করিম রেজা,সাহাব উদ্দিন চৌধুরী সহ বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল,ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
সম্মেলনে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছৈয়দ নুর ও সঞ্চালনা করেন খাইরুল বশর।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-