ইমরান আল মাহমুদ:
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভ্রমণে আসা ৩৮ জন ভারতীয় পর্যটককে ফুল দিয়ে বরণ করে নিলো ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।
বৃহস্পতিবার(২৪ নভেম্বর) সকাল ৬টায় কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার জনাব জিললুর রহমান তাদের বরণ করেন।
ভারতীয় পর্যটকদের কক্সবাজার ভ্রমণের পরিকল্পনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, তাদের আগমনে কক্সবাজারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং ভ্রমনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য ট্যুরিস্ট পুলিশ সর্বদা তাদের পাশে আছে।
উল্লেখ্য,গত ২১ নভেম্বর বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্থানসমূহ ভ্রমণের উদ্দেশ্যে ভারতীয় পর্যটকদের এ দলটি আগরতলা থেকে বাংলাদেশে আসেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-