কক্সবাজারে মাদক মামলায় চারজনের কারাদণ্ড!

কক্সবাজার জার্নাল ডেস্ক:
কক্সবাজারে মাদক মামলায় চারজনকে কারাদণ্ড দিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে এই দণ্ড দেওয়া হয়। এরমধ্যে দুজনকে যাবজ্জীবন ও দুজনকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রামু থানার দুটি মামলায় দুজনকে যাবজ্জীবন ও টেকনাফ থানার একটি মামলায় দুজনকে ৪ বছরের কারাদণ্ড দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন মো. লালচান মোল্লা, রিপন চন্দ্রক ভৌমিক। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

৪ বছরের সাজাপ্রাপ্তরা হলেন, মো. নুর হাকিম ও শাহাজাহান। তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে আরও ৩ মাসের সাজার আদেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম বলেন, মঙ্গলবার মাদক আইনে তিনটি পৃথক মামলার রায় হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
জাগোনিউজ২৪

আরও খবর