কক্সবাজার জার্নাল ডেস্ক:
কক্সবাজারে মাদক মামলায় চারজনকে কারাদণ্ড দিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে এই দণ্ড দেওয়া হয়। এরমধ্যে দুজনকে যাবজ্জীবন ও দুজনকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রামু থানার দুটি মামলায় দুজনকে যাবজ্জীবন ও টেকনাফ থানার একটি মামলায় দুজনকে ৪ বছরের কারাদণ্ড দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন মো. লালচান মোল্লা, রিপন চন্দ্রক ভৌমিক। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
৪ বছরের সাজাপ্রাপ্তরা হলেন, মো. নুর হাকিম ও শাহাজাহান। তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে আরও ৩ মাসের সাজার আদেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম বলেন, মঙ্গলবার মাদক আইনে তিনটি পৃথক মামলার রায় হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
জাগোনিউজ২৪
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-