ইমরান আল মাহমুদ:
কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। কেন্দ্রে নিরাপত্তার স্বার্থে সিসিটিভি স্থাপন করা হয়। উখিয়া থানা পুলিশের কঠোর নজরদারিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটারদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।
রবিবার(২০ নভেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। ৫৪০ ভোটের মধ্যে ৫০২ ভোট কাস্টিং হয়। এতে সভাপতি পদে ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চেয়ার প্রতীকের খোরশেদ আলম বাবুল।
সহ সভাপতি পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাসেম।
সাধারণ সম্পাদক পদে ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রজাপতি প্রতীকের আব্দুর রহমান।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মুহিব উল্লাহ(উড়োজাহাজ)। তার প্রাপ্ত ভোট ১৮৬।
সদস্য/পরিচালক পদে ৮জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন, গরুর গাড়ি প্রতীকের আমিন উল্লাহ(ভুট্টো। তার প্রাপ্ত ভোট ৩৫৯। টিউবওয়েল প্রতীকের মোহাম্মদ ইসহাক। তার প্রাপ্ত ভোট ৩৩১। রিক্সা প্রতীকের শরীফ মাহমুদ শাহজাদা। তার প্রাপ্ত ভোট ৩১৯। মাছ প্রতীকের মনজুর আলম। তার প্রাপ্ত ভোট ২৯৯। মোবাইল প্রতীকের মো. জাকারিয়া প্রকাশ কালু সওদাগর। তার প্রাপ্ত ভোট ২৮২। বাস গাড়ি প্রতীকের মহিউদ্দিন সুমন। তার প্রাপ্ত ভোট ২৮২। তালগাছ প্রতীকের মাহমুদুল হক পেয়েছেন ২৬৯ভোট। মই প্রতীকের মুসলিম উদ্দিন। তার প্রাপ্ত ভোট ২৬৫।
ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সলিম উল্লাহ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-