ভোটকেন্দ্রে থাকবে সিসিটিভি,রাত পোহালেই কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতির নির্বাচন!

ইমরান আল মাহমুদ:
দক্ষিণ কক্সবাজারের অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক স্টেশন কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি লি. এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন রাত পোহালে অনুষ্ঠিত হবে। সভাপতি,সহ সভাপতি,সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও পরিচালক মোট ১২টি পদের বিপরীতে লড়ছেন ৩৬জন প্রার্থী।

প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সলিম উল্লাহ বলেন,”সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উখিয়া থানার ওসি(তদন্ত) বিপুল চন্দ্র দে সহ ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। নির্বাচন চলাকালীন কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।”

নির্বাচন কমিশনের তথ্যমতে,সভাপতি পদে ৫জন,সহ সভাপতি পদে ২জন,সাধারণ সম্পাদক পদে ২জন,কোষাধ্যক্ষ পদে ৩জন ও পরিচালক পদে ২৪জন প্রার্থী মনোনয়ন ফরম যাচাই-বাছাইয়ে বৈধতা পেয়েছেন।

সাধারণ ভোটারদের সাথে কথা বলে ও বিগত কয়েকদিন নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা যায়,সভাপতি পদপ্রার্থী আব্দুল মাজেদ,খোরশেদ আলম বাবুল, বেলাল হুসাইন সাঈদী,জসিম উদ্দিন ও মাওলানা রহমত উল্লাহ মাঠ পর্যায়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। তাদের মধ্যে দেওয়াল ঘড়ি প্রতীকের সভাপতি পদপ্রার্থী আব্দুল মাজেদ মাঠ জরিপে এগিয়ে রয়েছে। তিনি ইতিপূর্বে দীর্ঘ ৩০বছর যাবত কোর্টবাজার স্টেশনে সততার সাথে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছেন। উখিয়া উপজেলা পরিবেশক কমিটির সভাপতি, কোর্টবাজারের ইজারাদার,ইসলামি ব্যাংক কুতুপালং ও সোনারপাড়া এজেন্টের প্রোপ্রাইটর হিসেবে সুনামের সাথে ব্যবসায়ীদের সাথে মিশে সময় কাটিয়েছেন। তিনি ব্যবসায়ীদের অর্থ রক্ষা ও সমিতির মানোন্নয়নে আজীবন কাজ করে যাবেন বলে জানিয়েছেন।

অন্যদিকে,চেয়ার প্রতীক নিয়ে সভাপতি পদে লড়ছেন বর্তমান সহ সভাপতি খোরশেদ আলম বাবুল। তিনি সমিতির কার্যক্রম ডিজিটাল সমিতির মতো রূপান্তর করে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাবেন বলে জানিয়েছেন।
তাকওয়া ভিত্তিক ব্যবসায়ী গঠনের লক্ষ্যে দৃঢ় অঙ্গীকারে ছাতা প্রতীক নিয়ে একই পদে লড়ছেন মাওলানা রহমত উল্লাহ। ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। তরুণদের প্রিয় হিসেবে সভাপতি পদে জনপ্রিয় হয়ে উঠেছেন চাকা প্রতীকের বেলাল হুসাইন সাঈদী।

সহ সভাপতি পদে ভোটারদের মন জয় করার চেষ্টায় দিনরাত দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন হকার্স সমবায় সমিতির সভাপতি মো. শাহ আলম। ভোটারদের মতে শাহ আলমের গোলাপ ফুল প্রতীক সবার নিকট প্রিয় হয়ে উঠেছে। একই পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন মোহাম্মদ হাসেম।
সাধারণ সম্পাদক পদে দুইজন লড়ছেন। তারা হলেন প্রজাপতি প্রতীক নিয়ে বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও মাইক প্রতীকের বর্তমান কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসাইন। তাদের মধ্যে একজন নির্বাচিত হবেন। কোষাধ্যক্ষ পদে তিনজন লড়ছেন। তারা হলেন আলমগীর হাসান(হাঁস প্রতীক),মুহিব উল্লাহ(উড়োজাহাজ) ও মোক্তার আহমদ(তালাচাবি) প্রতীক নিয়ে। পরিচালকের ১২টি পদের বিপরীতে লড়ছেন ২৪জন প্রার্থী।

তবে ১২টি পদে কে বা কারা নির্বাচিত হচ্ছে সেটা জানা যাবে আজ ভোটের গণনা শেষে।

আরও খবর