ইমরান আল মাহমুদ:
কোর্টবাজার-উখিয়া ফোর স্ট্রোক সিএনজি মালিক ও চালক কল্যাণ সমবায় সমিতি লি. এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার(১৮ নভেম্বর) রত্নাপালং ইউনিয়ন পরিষদ সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৪৯৮ ভোটের মধ্যে ৪৩৬ ভোট কাস্টিং হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সলিম উল্লাহ। এতে বেসরকারিভাবে সভাপতি পদে ঘোড়া প্রতীক নিয়ে আরাফাত হোসেন চৌধুরী নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ২৬৪। বাই সাইকেল প্রতীক নিয়ে সহ সভাপতি নির্বাচিত হন নুরুল আলম। তার প্রাপ্ত ভোট ১৭৭। খেজুর গাছ প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন বর্তমান সাধারণ সম্পাদক শরীফ মাহমুদ চৌধুরী। তার প্রাপ্ত ভোট ২৫২টি।
এদিকে সকাল থেকে ভোটকেন্দ্রে পুলিশ মোতায়েন করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ভোটকেন্দ্র পরিদর্শন করেন উখিয়া থানার ওসি(তদন্ত) বিপুল চন্দ্র দে।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন।
এদিকে,সমিতির নবনির্বাচিত সভাপতি আরাফাত হোসেন চৌধুরী বলেন,”সমিতির সকল সদস্যদের দোয়া ও সহযোগিতায় আমি অত্র সমিতির মানোন্নয়নে ও সদস্যদের কল্যাণে যা যা করতে হয় তা করতে বদ্ধপরিকর। সবার সহযোগিতা কামনা করছি।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক শরীফ মাহমুদ চৌধুরী বলেন,”দীর্ঘদিন যাবত সমিতির নেতৃত্ব দিয়ে আসছি। সদস্যদের কল্যাণার্থে যা করতে হয় সবসময় করতে প্রস্তুত। সমিতির সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-