উখিয়ায় তিনদিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

ইমরান আল মাহমুদ:
“দূর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে তিনদিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৫ নভেম্বর) সকাল ১১টায় উখিয়া ফায়ার সার্ভিস কার্যালয়ে স্টেশন অফিসার ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব। তিনি বলেন,” ফায়ার সার্ভিসের চাকরি অনেক ঝুঁকির। যারা দেশপ্রেম নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিসের চাকরিতে আছেন আপনারাই দেশের প্রকৃত যোদ্ধা। ফায়ার সার্ভিস সপ্তাহের সার্বিক সফলতা কামনা করছি।”

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের যন্ত্রপাতির গ্যালারি পরিদর্শন করেন ইউএনও। এসময় যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে অবগত হন তিনি। ফায়ার সার্ভিসের গাড়ি রাখার শেড তৈরি সহ সর্বদা পাশে থাকায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন স্টেশন অফিসার ইমদাদুল হক।

সভাপতির বক্তব্যে স্টেশন অফিসার ইমদাদুল হক বলেন,”আমরা সবসময়ই যেকোনো দুর্যোগ ও দূর্ঘটনায় জীবনের ঝুঁকি নিয়ে ছুঁটে চলি। বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কার্যক্রম করে আসছি। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিসের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত প্রথমদিনের আলোচনা সভা সফল করায় সবাইকে ধন্যবাদ। দ্বিতীয়দিন বিভিন্ন স্টেশনে সচেতনতামূলক প্রচার প্রচারণা চলবে এবং সমাপনী দিনে যেকোনো একটি বিদ্যালয়ে মহড়া অনুষ্ঠিত হবে।”

আলোচনা সভায় ফায়ার সার্ভিসের টিম লিডার থুইসা খই মার্মা, ইমরান আল মাহমুদ সহ বিভিন্ন পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর