কক্সবাজার জার্নাল ডেস্ক:
জেলা পরিষদে ৫৯ জন চেয়ারম্যানসহ নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ সোমবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (বিআইসিসি) দুপুর ১২টায় জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ পড়াবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অন্যদিকে, জেলা পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ পড়াবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
রোববার (১৩ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।
গত ১৭ অক্টোবর তফসিল ঘোষিত ৬১টি জেলা পরিষদের মধ্যে ৫৭টির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোলা ও ফেনী জেলার সব কয়টি পদে একক প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অন্যদিকে, আদালতের নিষেধাজ্ঞা থাকায় চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলার ভোট স্থগিত হয়।
জাগোনিউজ২৪
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-