টেকনাফ প্রতিনিধি •
টেকনাফ উপজেলায় গত ৭ নভেম্বর সন্ত্রাসী হামলায় আহত হয়েছিলেন আবুল ফয়েজ ফুরিংগা (২৯)।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নাজির পাড়ার ফরিদ আলমের ছেলে।
নিহতের মা জুলেখা বেগম জানান, ৭ নভেম্বর বিকাল ৩টার সময় সদর ইউনিয়নের নাজির পাড়া গ্রামের খোলা মাঠে সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে তার স্বামী ফরিদ আলমকে (৫২) দেশীয় অস্ত্র দিয়ে মারধর করতে থাকে।
এ সময় ছেলে আবুল ফয়েজ (২৯) ও আবুল হাসিম (২৭) তাদের বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদেরও আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে চিকিৎসা দেয়।
আহত আবুল ফয়েজকে মারাত্মক আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কঙবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। পরবর্তীতে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানে চিকিৎসারত অবস্থায় শনিবার দুপুরে মারা যান আবুল ফয়েজ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, সন্ত্রাসী হামলায় আহত যুবকের মৃত্যু হয়েছে এমন সংবাদ পেয়েছি। এ বিষয়ে লিখিত এজাহার দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-