কক্সবাজার জার্নাল ডেস্ক:
দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল-দাউদ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমন্ত্রণে শনিবার (১২ নভেম্বর) ঢাকায় আসেন তিনি।
সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী সফরকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি চুক্তিও সই হতে পারে।
ড. নাসের বিন আব্দুল আজিজ আল-দাউদ সফরের দ্বিতীয় দিন রোববার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।
এছাড়াও তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন। আলোচনা শেষে রোববারই তার ঢাকা ত্যাগের কথা রয়েছে।
জাগোনিউজ২৪
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-