কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির নির্বাচনে শাহজাদা’র দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক:
কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিঃ এর ৪র্থ নির্বাচনে পরিচালক পদে সমিতির ভোটারদের ভোট ও সকলের দোয়া চেয়েছেন সমিতির পরিচালক পদে রিক্সা প্রতীকের প্রার্থী শরীফ মুহাম্মদ শাহজাদা।

দোয়া চেয়ে শাহজাদা বলেন, উখিয়া উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক ষ্টেশন কোটবাজারের ব্যবসায়ীদের অধিকার আদায়ে পাশে থাকার প্রত্যয় ও সমিতির সদস্যদের আগ্রহে পরিচালক পদে রিক্সা প্রতীকে নির্বাচন করছি। যেহেতু দায়িত্ব সফলভাবে পালন করাই একজন দায়িত্বশীলের সার্থকতা তাই ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা, নিরাপত্তা ও অধিকার আদায়ে সবোর্চ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। ইনশাআল্লাহ্‌ । আমি সমিতির সকল সদস্যসহ ব্যবসায়ী মহলের নিকট দোয়া ও ভোট কামনা করছি।

শরীফ মুহাম্মদ শাহজাদা’র শুভাকাঙ্খী কোটবাজার যমুনা শো’রুমের স্বত্বাধিকারী এডভোকেট মহিউদ্দিন মুন্না বলেন, দোকান মালিক সমবায় সমিতির লি. এর নির্বাচনে নতুন চমক সৃষ্টি করেছে শরীফ মুহাম্মদ শাহজাদা। সে সকলের প্রিয়, অন্যায়ের প্রতিবাদী, দায়িত্বপালনে নির্ভীক ও অমায়ীক একজন মানুষ। সে পরিচালক পদে নির্বাচিত হলে সমিতির উন্নয়নে ভূমিকা রাখবে।

আরও খবর