সাগরপথে পাচারকালে ১১ রোহিঙ্গা উদ্ধার, আটক ৪

ডেস্ক রিপোর্ট •

সাগর পথে পাচারের অভিযোগে চার পাচারকারীকে আটক করেছে ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

এ ঘটনায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে জড়ো করে রাখা টেকনাফের মহেষখালী পাড়া এলাকা থেকে ১১জন রেহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সুপার (মিডিয়া) কর্মকর্তা মোহাম্মদ জামাল পাশা।

পাচারকারীরা হলো, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রশিদ (৩৬),আইয়ুব (২৬), আমির হোসেন (৩৪) ও টেকনাফের পশ্চিম গুদারবিলের রবিউল আলম (২০)।

এপিবিএন পুলিশ জানায়, বুধবার সকালে ক্যাম্পে পাচারকারী একটি চক্রের সদস্যরা টেকনাফের নয়াপাড়া ক্যাম্পের দুই জনসহ কুতুপালং ও বালুখালি ক্যাম্পের ১১জন রোহিঙ্গাকে সাগরপথে মালেশিয়া নিয়ে যাওয়ার প্রলোভন দেখায়। মানবপাচার চক্রের সদস্যরা তাদের টেকনাফে মহেষখালীয়া পাড়ার এক বাড়িতে পাচারের উদ্দেশে রাখে। পরে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় চার পাচারকারীকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে ১১ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ জামাল পাশা জানান, আটক চার পাচারকারীকে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। উদ্ধার ১১জন রোহিঙ্গাকে সিআইসির মাধ্যমে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও খবর