উখিয়ায় এক লক্ষ ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক •

এক লক্ষ ১০ হাজার ইয়াবা সহ এক মাদককারবারীকে আটক করা হয়েছে।

রোববার ৬ নভেম্বর রাত সাড়ে ১১ টার দিকে র‍্যাব-১৫ এর হোয়াইক্ষ্যং ক্যাম্পের একটি টিম এক অভিযান চালিয়ে উখিয়ার রাজাপালং ইউনিয়নের হিন্দুপাড়া অলংকার নার্সারীর নিকটে কক্সবাজার-টেকনাফ সড়কের পূর্ব পার্শ্ব থেকে উক্ত ইয়াবাকারবারীকে আটক করে।

র‍্যাব-১৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ধৃত ইয়াবাকারবারী হচ্ছে- বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলীর মাহমুদ হোছন ও আনোয়ারা বেগমের পুত্র আহম্মদ আলী (৩৮)। পরে ধৃত ইয়াবাকারবারী আহম্মদ আলীর হাতে থাকা ১টি প্লাষ্টিকের বস্তার ভেতর হতে ১ লক্ষ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে আরো ২ জন ইয়াবাকারবারী পালিয়ে গেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উদ্ধারকৃত এক লক্ষ ১০ হাজার ইয়াবা সহ উক্ত আসামিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে চালান দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও খবর