কক্সবাজার প্রতিনিধি •
কক্সবাজার সমুদ্র সৈকতে আকস্মিকভাবে আরিফ (২১) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। সে কুমিল্লা মুরাদনগর পালাস্রুতা এলাকার বাবুল মিয়ার ছেলে।
আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে গোসল সেরে ছবি তোলার মুহূর্তে তারা মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সহকারী পুলিশ সুপার মিজানুজ্জামান।
তিনি জানান, গেলো ১ নভেম্বর আরিফ ও তার বন্ধু আসিফ খান মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে চাকুরীতে যোগদান করে। সেখানে বিভিন সমস্যার কারণে সে চাকুরি না করে গতকাল কক্সবাজার ফেরত এসে একটি আবাসিক হোটেলে উঠেন। ৩ নভেম্বর দুপুরে তার আরেক বন্ধুসহ মিলে সাগরে গোসল করতে নামেন। গোসল সেরে সৈকতে ছবি তোলার সময় আকস্মিকভাবে ঢলে পড়েন আরিফ। তৎক্ষনাত তাকে ট্যুরিস্ট পুলিশের সহায়তায় সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে একটি ডায়েরী লিপিবদ্ধ করা হয়েছে। সদর মডেল থানা পুলিশের মাধ্যমে প্রয়োজনীয় গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-