ফেইসবুকে স্ট্যাটাস ও একটি মৃত্যু: শঙ্কা এভাবে সত্যি হয়, সেই বন্ধুরাই ছুরি চালাল রিকাতের বুকে

শত্রু বলতে এখন আমি আমার বন্ধুদেরকে মনে করি, যারা সামনে থেকে কিছু করতে পারে না, পেছনে থেকে ছুরি ঢুকাতে চায়।’

ফেইসবুকে নিজের বন্ধুদের উদ্দেশ্যে এমন স্ট্যাটাস দেয়ার একদিনের মাথায় সেই বন্ধুদের ছুরিকাঘাতেই নিহত হলেন কর্ণফুলী উপজেলার বড় উঠান এলাকার মো. শরীফের ছেলে রাকিবুল ইসলাম রিকাত (২০)। এই স্ট্যাটাসকে কেন্দ্র করে গতকাল সোমবার বিকেল সোয়া ৪টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন বলিরহাট ঘাটকুলে ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম রিকাতকে হত্যা করেছে তার বন্ধুরা। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে নিহতের বন্ধুরা জানিয়েছেন, প্রেমের কারণে খুনের ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা জানান, ফেইসবুকে পাল্টাপাল্টি মন্তব্যের জেরে রাকিবুলকে খুন করা হয়েছে। নিহত রিকাতের পরিবার নগরীর চান্দগাঁও থানার খাজা রোড পেটারি পাড়া এলাকায় লিটন কমিশনার গলিতে ভাড়া থাকেন। তিনি ২০২১ সালে আলিম পাস করেন, বর্তমানে পিতার সাথে ব্যবসা করতেন বলে পুলিশ জানিয়েছে।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম জানান, নিহত রাকিবুল বন্ধুদের সাথে বিকালে ‘ঘুরতে’ গিয়েছিলেন বলিরহাট ঘাটকুলে। সেখানে তার কাছে দুই বন্ধু ফেইসবুকে দেওয়া তার স্ট্যাটাসের বিষয়ে জানতে চান। এ নিয়ে কথা কাটাকাটির জেরে হৃদয় ও সাকিব নামে দুই বন্ধু রাকিবুল ইসলামকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে জখম করে। এরপর তাকে খরমপাড়ার মুখে সিএনজি টেঙিতে ফেলে যায় তারা। পরে সেখানে উপস্থিত লোকজন তাকে চিনতে পেরে পরিবারকে খবর দেয়। তারা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আব্দুর রহিম জানান, তারা এ সময় তিন বন্ধু ছিলেন। দুজনে ছুরিকাঘাত করেছেন। আসামিদের পরিচয় জানা গেছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি, এই দুজনকে খুঁজছি। তাদের ঘর-বাড়িতে তালা দিয়ে সবাই পালিয়ে গেছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করতে পারব। ফেসবুক পোস্ট নিয়ে ঝগড়ার কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছি। বিষয়টি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

রাকিবুলকে হাসপাতালে আনা দুই ব্যক্তির একজন সাহেদ বলেন, খাজা রোড খরমপাড়ার মুখে ছুরিকাঘাতে আহত অবস্থায় রাকিবুল ইসলাম পড়ে ছিলেন। সেখান থেকে বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে কে বা কারা ছুরিকাঘাত করেছে আমি জানি না। আহত অবস্থায় পড়ে ছিল, যার কারণে এলাকার ছেলে হিসেবে হাসপাতালে নিয়ে এসেছিলাম।

দুদিন আগে নিজের বন্ধুরা তাকে পিছন থেকে ছুরি মারতে চায় উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। সোমবার সেই বন্ধুদের ছুরিকাঘাতেই নিহত হয়েছেন। ফেইসবুকে নিহত রাকিবুল ইসলাম রিকাতের প্রোফাইলে গতকাল গিয়ে দেখা যায়, ঐ স্ট্যাটাসের নিচে আলেঙ ইসমাহিতা সিনহানীয়া লিখেছেন, আজকে ভাই কথাটা সত্যি সত্যিই মিলে গেলো।

এছাড়া দুদিন আগে রাকিবুল তার ফেইসবুকে ‘আইডির মালিক মারা গেছে’ উল্লেখ করে নিজের ছবিসহ প্রোফাইল ছবি দিয়েছিলেন। তার সেই ছবির নিচেই গতকাল নিহত হওয়ার পর তার বন্ধুসহ অনেকের কমেন্ট চোখে পড়ছে। পয়েল চৌধুরী নামের একজন কমেন্টে লিখেন, আমাদের ভাইটা আজ সত্যি মারা গেছে। সিরাজুল মোস্তাফা রিপন নামে আরেকজন লিখেন, সত্যি সত্যি ভাই তুই আজকে আমাদেরকে ফেলে চলে গেলি। আয়মান মারুফ লিখেন, এই কথাটা এরকম সত্যি হয়ে যাবে ভাবতে পারিনি, ভালো থাকিস ভাই ওই পারে।

এদিকে বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যায় জড়িত দুজনের নাম ও ঠিকানা সংগ্রহ করে। এদের মধ্যে হৃদয়ের বয়স ১৮ বছর ও সাবিক ২৬ বছর বয়সী। তাদের বাসাও নগরীর চান্দগাঁও থানা এলাকায় বলে জানায় পুলিশ।

আরও খবর