রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় ব্যক্তির বসতভিটা দখল করে এনজিও সংস্থার ট্যাংক বসানোর অভিযোগ!

রতন কান্তি দে •

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১ তে এনজিও সংস্থা আইওএম কর্তৃক বিশাল বিশাল আকারের ট্যাংক বসিয়ে স্থানীয় এক ব্যক্তির বসতভিটা দখল করার অভিযোগ পাওয়া গেছে।

বালুখালী ক্যাম্প-১১ এর সিআইসি ওই বসতভিটা দখলের নেতৃত্বে রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মোহাম্মদ ইউসুফ।

তিনি জানান, বাস্তুচ্যুত হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসায় আমাদের দীর্ঘদিনের ভোগ দখলীয় প্রায় চার একর বসত ভিটার জায়গা বিলুপ্ত হয়ে যায়। বিশেষ করে আমাদের জীবিকা নির্বাহের জন্য রক্ষিত খেত খামারের জায়গায় রোপণকৃত বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছ কর্তন করে রোহিঙ্গারা বাসা নির্মাণ করে বসবাস করছে।

তারপরেও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা, জননেত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনায় ও আশির্বাদে আমরা রোহিঙ্গাদেরকে আশ্রয় প্রদান করি।

এমতবস্থায় রোহিঙ্গাদের সেবায় নিয়োজিত এনজিও সংস্থা আইওএম আমাদের দীর্ঘদিনের বসতভিটায় বিশাল বিশাল আকারের ট্যাংকি বসাতে চাইলে আমি বাধা প্রদান করি।

পরবর্তীতে এনজিও’র সমন্বয়কারী প্রতিনিধিরা আমাকে বালুখালী-২ রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প নং-১১, এর সিআইসি আমাকে তলব করেছে জানালে আমি সিআইসির কাছে গেলে তিনি আমার কোনো অভিযোগ কর্নপাত না করে উল্টো অসৌজন্যমূলক আচরণ করে এবং এনজিও সংস্থার পক্ষ নিয়ে কথা বলতে থাকেন।

এক পর্যায়ে তিনি উল্টা-পাল্টা অকথ্য ভাষায় গালি-গালাজ করে এবং ভবিষ্যতে ওই বিষয়ে কোনো কথা বললে মিথ্যা অযুহাতে মামলা দিয়ে চালান দিবে বলে হুমকি ধমকি প্রদর্শন করেছেন।

এমতাবস্থায় আমার পরিবারের নিরাপত্তা ও ছেলে-মেয়েদের নিয়ে জীবন জীবিকার তাগিদে বেঁচে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ক্যাম্পের অভ্যন্তরে রোহিঙ্গা ও এনজিওদের কারণে ইউসুফদের মত অনেক স্থানীয়রা মানবেতর ও বন্দী জীবনযাপন করছে। তার দখলীয় বসতবাড়ির আঙ্গিনাতে জোরপূর্বক এনজিও সংস্থা কর্তৃক ট্যাংক বসানো হচ্ছে। এসব নানা অনিয়মের খোজখবর নিতে স্থানীয় সাংবাদিকদের ক্যাম্পের অভ্যন্তরে অবাধ বিচরণের সুযোগ দেওয়ার দাবী জানিয়েছেন।

এ বিষয়ে কথা বলতে ক্যাম্প-১১ এর সিআইসিকে ফোন করা হলে তার নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও খবর