মোঃ ইমরান হোসাইন, উখিয়া •
উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ শে অক্টোবর) রাত ৮টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঘূর্ণিঝড় থেকে উখিয়াবাসী জানমালের ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে জরুরি ভিত্তিতে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্টিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ইমরান হোসাইন সজিবের সভাপতিত্বে ঘূর্ণিঝড় সিত্রাং এর পূর্ব প্রস্তুতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন সহ দাপ্তরিক কর্মকর্তারা, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন কান্তি দে, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ, নির্বাহী সদস্য নুর মুহাম্মদ সিকদার, সদস্য আবদুল্লাহ আল আজিজ, ইব্রাহিম মোস্তাফা, উখিয়া অনলাইন প্রেস ক্লাবের সদস্য শহিদুল ইসলাম, এইচ কে রফিক, ইমতিয়াজ নুর নিশান, রিদুয়ানুল হক, বিভিন্ন এনজিও সংস্থার এনজিও সংস্থার প্রতিনিধি প্রমূখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বলেন, “ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় আমরা প্রাথমিক পর্যায়ে সবধরনের প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যে উপজেলায় মোট ৪৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। পাশাপাশি শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। সিপিপি ৫৫০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত এবং উপজেলায় জরুরি কন্ট্রোল রুম চালু করা হয়েছে যার নাম্বার ০১৮৮২-১৬০০৮২”৷
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-