রোহিঙ্গা যুবক হত্যা : উখিয়ায় গ্রেপ্তার ৪


কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা যুবককে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

তারা হলেন- উপজেলার ১৩ নম্বর ক্যাম্পের মকবুল আহাম্মদের ছেলে সৈয়দ হোসেন প্রকাশ জাহিদ হোসেন (৩৫), মোহাম্মদ ইসহাকের ছেলে মোহাম্মদ গণি (২৫), ১৫ নম্বর ক্যাম্পের মৃত ইলিয়াসের ছেলে মোহাম্মদ ইয়াছিন (৩০) ও ১৮ নম্বর ক্যাম্পের মৃত আবু বক্করের ছেলে নুর আলম (৩২)।

শুক্রবার (২১ অক্টোবর) সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক। তিনি বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তাজনিমার খোলা এলাকায় সৈয়দ হোসেনকে (২৩) গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেন।

তিনি আরও বলেন, এতে জড়িতদের ধরতে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর