নিজস্ব প্রতিবেদক, উখিয়া •
কক্সবাজারের উখিয়ার তেলখোলা এলাকায় অভিযান চালিয়ে মাটিভর্তি দুইটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ।
২০ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের তেলখোলা এলাকায় এ অভিযান চালানো হয়।
জব্দকৃত গাড়ী দুইটি উখিয়া রেঞ্জ অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দানকারী থাইংখালী বনবিট কর্মকর্তা বিকাশ দাস।
এ ব্যাপারে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, প্রতিদিন অভিযান অব্যাহত রয়েছে। ডাম্পার মালিকদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-