গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফ সদর ইউনিয়ন বরইতলী সামান্য টাকার লেনদেনকে কেন্দ্র করে বন্ধু নামে এক নরপশুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত হয়েছেন।
নিহত যুবক হচ্ছে ঐ এলাকার সাবের আহমদ’র পুত্র মো করিম (৩০)।
১৯ অক্টোবর(বুধবার) রাত সাড়ে ১০ টার দিকে টেকনাফ সদর বরইতলী এলাকাতে উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে।
স্থানীয়রা জানান, ঘৃর্ণ্য মানব পাচারে জড়িত বরইতলী এলাকার নুর মোহাম্মদ অবৈধ পথে ইনকাম করা সামান্য টাকার লেনদেন নিয়ে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। এক পর্যায়ে হঠাৎ করে বন্ধু নামে নরপশু নূর মোহাম্মদ ধারালো একটি ছুরি দিয়ে করিমকে এলোপাতাড়ি আঘাত করেগ পালিয়ে যায়।
এরপর স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় করিমকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শুভ্রদেব তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, মৃতদেহটি ময়নাতদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
পাশাপাশি হত্যাকান্ডে জড়িত খুনিকে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ সদস্যদের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-