উখিয়া প্রতিনিধি •
উখিয়ায় তাজনিমার খোলা ক্যাম্পে দুই রোহিঙ্গা নেতা হত্যাকাণ্ডের ঘটনায় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে ৮-এপিবিএন।
গ্রেপ্তারকৃতরা হলো- ১৩ নম্বর ক্যাম্পের মৃত কালা মিয়ার ছেলে সমসু আলম (৫২), মৃত সব্বির আহম্মদের ছেলে রশিদ আহম্মদ (৫৩), মৃত মৌলভী জুবায়ের আহম্মদের ছেলে মাহবুবুর রহমান (২৮) ও মৃত আলী আহম্মদের ছেলে নজির আহম্মেদ (৪৭)।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে ৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে তাজনিমার খোলা ক্যাম্পে হেড মাঝি মো. আনোয়ার ও সাবমাঝি মৌলভী ইউনুসকে দুষ্কৃতিকারীরা কুপিয়ে হত্যা করে।
নিহত আনোয়ারের ভাই এজাহারনামীয় ২০ জনসহ অজ্ঞাতনামা ১৪/১৫ জনের বিরুদ্ধে উখিয়া থানার মামলা দায়ের করেন।
এ মামলায় আজ মঙ্গলবার ভোররাতে ১৩-১৯ নম্বর ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে এজাহারনামীয় ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়। এ মামলার অন্যান্য আসামিদের ধরতে ব্লক রেইড অব্যাহত আছে। ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-