টেকনাফে নির্মম হত্যার শিকার হলেন বিকাশ রহমান!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •

টেকনাফের সাবরাং নয়াপাড়া স্কুল সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত খুনিদের হাতে মারা যাওয়া এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবক হচ্ছে, সাবরাং পুরানপাড়া ৬ নং ওয়ার্ড এলাকার মৃত মোহাম্মদ ইয়াছিন’র পুত্র আব্দুর রহমান প্রকাশ (বিকাশ রহমান)।

তথ্য নিয়ে জানাযায়, ১৭ অক্টোবর (সোমবার) সকালে স্থানীয়রা সাবরাং নয়াপাড়া বাজারের পাশে স্কুলের নিচে রহমানের মৃতদেহটি পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়দের দাবী, দীর্ঘদিন ধরে তার স্ত্রীর সাথে পারিবারিক কলহ চলে আসছিল। উক্ত ঘটনার জের ধরে এই নির্মম হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে। তার ১টি কন্যা,১টি ছেলে সন্তানের জনক।

যুবকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান কক্সবাজার জার্নালকে জানান, স্থানীয়দের কাছ থেকে খরব পেয়ে মৃতদেহটি উদ্ধার করেছি। এই হত্যাকান্ডটি কে হয়েছে এবং কারা জড়িত তার আসল রহস্য বের করার জন্য আমাদের চেষ্টা চলছে। মৃতদেহটির ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হবে বলেও জানান তিনি।

আরও খবর