অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসার অভাবে দীর্ঘদিন ধরে যন্ত্রণায় কাতরাচ্ছে টেকনাফের শাপলাপুর নয়াপাড়ার আচারবনিয়া এলাকার দরিদ্র রিক্সাচালক ছলিম উল্লাহর কন্যাশিশু সালমা আক্তার।
গত ২ বছর আগে অগ্নিদগ্ধ হলে টাকার অভাবে সঠিক চিকিৎসা না পাওয়ায় কষ্টের সাথে দিনাতিপাত করছেন এই অবুঝ শিশুটি।
পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায় যে, তার অবস্থা খুবই খারাপ। উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
সালমার রিক্সাচালক পিতা ছলিম উল্লাহ জানান, আমার আর্থিক অবস্থা খারাপের পরেও আমার সাধ্যমতো বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয়েছি। তারা জানিয়েছেন, অতি দ্রুত উন্নত চিকিৎসা না পেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি।
ডাক্তারের ভাষ্যমতে মেয়েটি সুস্থ হতে মূলত কয়েক ধাপের প্লাস্টিক সার্জারি করা দরকার হবে। তাই তার চিকিৎসা করতে অনেক টাকা প্রয়োজন। কিছু মানুষও সাহায্য করতেছে কিন্তু তার পরিমাণ খুবই কম, যা দিয়ে তার চিকিৎসা সম্ভব নয়।
এদিকে, যতই দিন যাচ্ছে সালমার পোড়াস্থান ততই খারাপ হয়ে আসতেছে। রিক্সাচালক ছলিম উল্লাহর জমিজমা সহায়-সম্বল বলতে কিছুই নেই যা বিক্রি করে মেয়ের চিকিৎসা করাবেন।
এমতাবস্থায় সালমার অসহায় ও নিরুপায় পিতা মেয়ের সুচিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তি এবং মানবিকতার অন্যন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহীন আক্তার বদি এবং দুই বারের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদির দৃষ্টি আকর্ষণ করেছেন।
সাহায্য পাঠানোর জন্য:
বিকাশ,নগদ,রকেট,উপায়-পার্সোনাল:
📲01832-303238
রোগীর পিতা:
📱01882-095568
রোগীর তথ্য জানতে কল দিন:
📱01865-117242
- “মানবিকতার কোনো সীমানা নেই
দানের কোনো পরিমান নেই” - সৌজন্যে : মানবিক চোখে মানবতা
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-