চকরিয়া প্রতিনিধি •
কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাসেল আজম বাহাদুর (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০ টায় বদরখালীতে এ ঘটনা ঘটে।
নিহত যুবক রাসেল ওই এলাকার বাহাদুর মেম্বারের ছেলে ও বদরখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আজম বাহাদুরের ভাই।
বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী। তিনি বলেন, ঘটনার খবর শুনেই একদল পুলিশ ফোর্স নিয়ে আমি নিজে ঘটনাস্থলে ছুটে যাই। এই হত্যায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে রাত ১২ টার দিকে আটক করি। তারা জড়িত প্রমাণ পেলে পরিচয় প্রকাশ করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-