কক্সবাজারে নিজঘরে মিলল ব্যবসায়ীর গলাকাটা লাশ

কক্সবাজার প্রতিনিধি •

কক্সবাজার সদরের নিজঘর থেকে ওসমান (৩০) নামে এক ফল ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদরের মোহাজেরপাড়ার নুর মোহাম্মদের ছেলে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় মোহাজেরপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় মো. আজাদ বলেন, ‘নিজের নির্মাণাধীন একতলার বাড়িতে একা থাকতেন ওসমান। ঘরের কাজ এখনও শেষ হয়নি, লাগানো হয়নি দরজাও। ফল ব্যবসার কাজে তিনি সকালে বেরিয়ে রাতে ফিরতেন। বুধবার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে ওসমানকে আড্ডা দিতে দেখা যায়। পরদিন সকাল ৮টায় তার ঘরের দরজা খোলা ও লাইট জ্বালানো দেখে প্রতিবেশীরা এগিয়ে যান। এ সময় বিছানার ওপর উলঙ্গ অবস্থায় গলাকাটা ওসমানের লাশ দেখে পুলিশকে খবর দেন তারা। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।’

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। এই ঘটনায় রহস্য উৎঘাটন ও জড়িতদের শনাক্তের চেষ্টা করছি।’

আরও খবর