ছেলের দায়ের কোপে পিতা খুন

পেকুয়া প্রতিনিধি •

কক্সবাজারের পেকুয়ায় ছেলে মো. ইসমাইলের দায়ের কোপে খুন হলেন পিতা। নিহত ইব্রাহীম খলিল (৫৪) উপজেলার মগনামা ইউনিয়নের দরদরিঘোনা এলাকার বাসিন্দা ও পেকুয়া বাজারের ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়সূত্রে জানা যায়, ইব্রাহীম ব্যবসার খাতিরে পরিবার নিয়ে সদর ইউনিয়নের শেখেরকিল্লাঘোনা এলাকায় থাকতেন। বিভিন্ন বিষয় নিয়ে তাঁর স্ত্রী ভেলুয়ারা বেগমের সাথে পারিবারিক কলহ লেগেই থাকতো। এতে ভেলুয়ারা বেগম ছেলে ইসমাইলকে দিয়ে নিয়মিত হত্যার হুমকি দিতো। এর ধারাবাহিকতায় গত ২৭ সেপ্টেম্বর রাতে ঝগড়া হয় তাঁদের।

পরেরদিন ২৮ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে সদর ইউনিয়নের শেখেরকিল্লাঘোনা এলাকার ভাড়া বাসায় ইব্রাহীমের মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাঁর ছেলে মো. ইসমাইল (২৪)। তাকে সেখান থেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

সোমবার (১০অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ইব্রাহিম।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী বলেন, ঘটনাটি শুনেছি। খুবই মর্মান্তিক। এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর