চট্টগ্রাম •
চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকা থেকে ২ হাজার ইয়াবাসহ ইসমত আরা (২২) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ।
তিনি কক্সবাজারের টেকনাফ থানার মৃত মোহাম্মদ আলমের মেয়ে।
শনিবার (৮ অক্টোবর) সদরঘাট থানাধীন কালীবাড়ি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) রনি তালুকদার। তিনি বলেন, কালীবাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২ হাজার ইয়াবা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন ধরে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা এনে সে নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করত।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-