গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফের উপকুলীয় ইউনিয়ন বাহারছড়া সাগরে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় তিন নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
উক্ত ট্রলার ঘটনায় পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা সাগর থেকে জিবীত অবস্থায় ৪৫ জন নর-নারীকে উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধার হওয়া ব্যাক্তিরা জানায় তাদের সাথে থাকা প্রায় দেড় শতাধিক নর-নারী নিখোঁজ রয়েছে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার দায়িত্বরত ইনচার্জ ওসি হাফিজুর রহমান জানান সাগরে ট্রলার ডুবির ঘটনায় কোস্ট গার্ড ও পুলিশ সদস্যরা সাগরে ভাসমান তিন নারীর মৃতদেহ এবং জিবীত অবস্থায় ৪৫ জন নর-নারীকে উদ্ধার করতে সক্ষম হয়।
তবে আর কতজন নিখোঁজ রয়েছে তার সঠিক তথ্য এখনো নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি আরো জানান, মানব পাচারে জড়িত দালালদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এই ঘৃর্ণ্য কাজে জড়িত অপরাধীরা যত বড় প্রভাবশালী হোক না কেন আইনের আওতাই নিয়ে আসতে পুলিশ সদস্যরা সদা প্রস্তুত রয়েছে।
তিন মরদেহের ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-